যোগ্যতাঃ
যোগ্যতা আসলে কি=
কাজের অবস্থান, ভিত্তি,কাজের পরিধি , মুখের কথায় যোগ্যতার পরিধি স্পষ্ট বুঝা সম্ভব নয়, যোগ্যতা আসলে তৈরী হয় সেই কাজের পরিধি অনুসারে।
আচ্ছা ধরা যাক, আপনি প্রশাসনের সর্বোচ্চ উচ্চ পর্যায়ে কাজ করার ইচ্ছা পোষন করেন, কিন্তুু আপনি পড়া-লেখাই করেন না, তাহলে বুঝবেন কিভাবে অফিসার হবেন বা কি যোগ্যতা দিয়ে অফিসার হওয়া যায়। তাই মনে রাখবেন-লেখা-পড়া করলে প্রশাসনের যোগ্যতা অর্জন করতে পারেন। তাছাড়া কিন্তু না.।
২য় কথা যে অবস্থানের যোগ্যতা অর্জন করবেন বা করার ইচ্ছা পোষন করেন তাহলে সে অবস্থান সম্পর্কে আপনাকে জানতে হবে....সে অস্থানের কাজ টা আগে করতে হবে এবং বুঝতে হবে।
কত যে ভালবাসি আপপনাদের
প্রিয় মানুদের গল্পআপনি/আপনারা আসলেই যেন মনটা আনন্দে ভেসে ওঠে। কিন্তুু সেই আনন্দ থাকে ক্ষনিকের জন্য। সেই দেখা , আড্ডা, ভালবাসা এখন কাছে না থাকলে রয়েছে শেখানো কিছু ভালবাসার বন্ধন, যা ভোলার নয়। তারপরও যেন প্রিয় মানুষ গুলোকে না হারাতে হয়......
প্রিয় ব্যক্তিত্ব
প্রিয় মানুদের গল্পপ্রিয় মানুষঃ
প্রিয় মানুষ গুলো সাবার মাঝে প্রিয় হয়ে থাকে..মনে পড়ে সকল কে
আধুনিক বিশ্বে ইসলামের রাজনীতিঃ
রাজনীতি সমসাময়িক
আসসালামু আলাইকুম,
আধুনিক বিশ্বে মুসলামনদের শিক্ষা, নৈতিকতা, চরিত্র, সৌহার্দপূর্ণ ব্যবহার, ইসলামী শিক্ষার সকল জ্ঞান আহোরন করে মুসলামান বিশ্বে অনেক এগিয়ে রয়েছে তেমনি রাজনীতি তে ইসলামী রাজনীতি তে রয়েছে মুসলমানদের অপরীসীম ভূমিকা। ইসলামী রাজনীতির ছায়া বা আশ্রয় স্থলে সকল মানুষ কে ঐক্যবদ্ধ করার দৃঢ় কল্পে ইসলামী রাজনীতির ভূমিকা অপরীসীম।
আধুনিক বিশ্বে মুসলামনদের শিক্ষা, নৈতিকতা, চরিত্র, সৌহার্দপূর্ণ ব্যবহার, ইসলামী শিক্ষার সকল জ্ঞান আহোরন করে মুসলামান বিশ্বে অনেক এগিয়ে রয়েছে তেমনি রাজনীতি তে ইসলামী রাজনীতি তে রয়েছে মুসলমানদের অপরীসীম ভূমিকা। ইসলামী রাজনীতির ছায়া বা আশ্রয় স্থলে সকল মানুষ কে ঐক্যবদ্ধ করার দৃঢ় কল্পে ইসলামী রাজনীতির ভূমিকা অপরীসীম।
পিচ্চি
আল্লাহু আল্লাহুইসলামী গান
ভিডিও
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)